১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৩

'ঢাকা-চট্টগ্রাম চার লেনের উদ্বোধন মে মাসে'

অনলাইন ডেস্ক

'ঢাকা-চট্টগ্রাম চার লেনের উদ্বোধন মে মাসে'

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম চার লেনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মে মাসের শেষ সপ্তাহে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে সচিবালয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম চার লেনের নির্মাণ খরচ যু্ক্তিসঙ্গত কারণেই বেড়েছে। তাছাড়া অন্যান্য যে চার লেন প্রকল্পের কাজ চলছে, সেই তুলনায় এই প্রকল্পে যে খরচ বেড়েছে তা কম।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম রোড শতভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ২২৫ কি.মি. রাস্তার এলিভেটেডের জন্য প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে। এখন নকশা প্রণয়নের কাজ চলছে।

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর