১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫৪
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম

এটিএম কার্ড জালিয়াতি; ৫ বিদেশি নাগরিক নজরদারিতে

অনলাইন ডেস্ক

এটিএম কার্ড জালিয়াতি; ৫ বিদেশি নাগরিক নজরদারিতে

প্রতীকী ছবি

ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৪ থেকে ৫ জন বিদেশি নাগরিক পুলিশি নজরজারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ওই ৪/৫ নাগরিক পূর্ব ইউরোপের কোনো দেশের নাগরিক। তাদের মধ্যে একজন ওই ঘটনায় জড়িত রয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে। সে অনুযায়ী তদন্তে এগোচ্ছি আমরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিএম বুথের সিসি ফুটেজে আমরা দেখেছি, ৪-৫ জন লোক একই মুখাবয়েবের; তবে এরমধ্যে একজনের চেহারা স্পষ্ট। আমরা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িত ব্যক্তিকেই গ্রেফতার করবো।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এটিএম বুথে অন্যের অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা উত্তোলন করে দুর্বৃত্তরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। 

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর