১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৬

'বিচারপতি খায়রুলকে বিচারের সম্মুখীন হতে হবে'

অনলাইন ডেস্ক

'বিচারপতি খায়রুলকে বিচারের সম্মুখীন হতে হবে'

ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই গুরুতর অপরাধের জন্য অবশ্যই তাকে বিচারের সম্মুখীন হতে হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘১৬ মাস পর দেওয়া পূর্ণাঙ্গ রায়ের আদেশে বিচারপতির আগেরকার ঘোষণার অংশটি সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন। এ রায়ের মাধ্যমে বিচারপতি এ বি এম খায়রুল হক শুধু সংবিধানই লঙ্ঘন করেন নাই, তিনি বিচারপতি হয়ে একটি চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন। একটি হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শুধু নিজের বিবেককেই নয়, সারা জাতিকে প্রতারিত করেছেন। একদিন বাংলাদেশের মাটিতে এই গুরুতর অপরাধের জন্য অবশ্যই তাকে বিচারের সম্মুখীন হতে হবে।’

মওদুদ আরও বলেন, ‘একজন প্রধান বিচারপতি কীভাবে তার নিজের ঘোষিত রায়ের পরিবর্তন করে দিতে পারেন। ২০১১ সালের ১০ মে ওপেন কোর্টের রায়ের শর্ট অডারে তিনি বলেছিলেন যে পরবর্তী দশম ও একাদশ সংসদের নির্বাচন জাতীয় স্বার্থে এবং জনগণের কল্যাণের জন্য ত্রয়োদশ সংশোধনীতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘এই সংক্ষিপ্ত রায় দেওয়ার সাত দিনের মাথায় ২০১১ সালের ১৭ মে বিচারপতি খায়রুল হক অবসরে চলে যান। এবং অবসরে যাওয়ার ১৬ মাস পর ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন।’ 

আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম বলেন, ‘সারাদেশে আইনের শাসন নেই। শাসকদলের লোকেরা গুম-খুন করে যাচ্ছে। শিশু হত্যা করা হচ্ছে। শিশুদের গুম করে চাঁদা আদায় করছে। প্রশাসন এখন বলছে সরকারকে আমরাই ক্ষমতায় এনেছি এবং টিকিয়ে রেখেছি। পুলিশ বলছে আমরা দেশের রাজা।’

সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর