১৯ এপ্রিল, ২০১৬ ১৬:৪৭
রিজার্ভ চুরি

আরও ৪৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

অনলাইন ডেস্ক

আরও ৪৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়া আরও ২০০ মিলিয়ন পেসো (৪৩ লাখ ডলার) ফিলিপাইনের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসিকে ফেরত দিয়েছেন ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অং। মঙ্গলবার সিনেট সুনানিতে একথা জানান কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া বাক আবাদ। খবর এবিএস-সিবিএন নিউজের। 

তিনি বলেন, কিম ওং সোমবার ৪৩ লাখ ডলার মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিলে জমা দিয়েছেন। এটা এখন বাংলাদেশের জনগণের কাছে পাঠানো হবে।

এর আগে, কিম অংয়ের পক্ষ থেকে এর আগে গত ৩১ মার্চ ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪ এপ্রিল আট লাখ ৩০ হাজার ৫৯৫ ডলার এএমএলসিকে ফেরত দেওয়া হয়। এ নিয়ে এই ক্যাসিনো জাঙ্কেট এজেন্ট মোট ৯৮ লাখ ডলার ফেরত দিয়েছে।


বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর