১৯ এপ্রিল, ২০১৬ ২৩:১৫

৪৫ মিনিট অন্ধকারে বঙ্গবন্ধু সেতু

অনলাইন ডেস্ক

৪৫ মিনিট অন্ধকারে বঙ্গবন্ধু সেতু

ফাইল ছবি

বিদ্যুৎ না থাকায় প্রায় ৪৫ মিনিট সম্পূর্ণ অন্ধকারে ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত সেতুটিতে বিদ্যুৎ ছিল না।

এ সময়ে সেতুতে দুর্ঘটনা এড়াতে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ না থাকার কারণে সেতুর সব লাইট বন্ধ ছিল।

তিনি বলেন, মূলত সেতুতে লাইট জ্বালানোর জন্য যে লাইন ব্যবহার করা হয় সেটিতে সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় সে সময় সেতুর লাইট জ্বালানো সম্ভব হয়নি।

বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর