১৯ এপ্রিল, ২০১৬ ২৩:৪৯

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার রুদ্ধদার বৈঠক

অনলাইন ডেস্ক

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার রুদ্ধদার বৈঠক

দলের শীর্ষ নেতাদের সঙ্গে টানা দেড় ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে রাত ১১টা ৬ মিনিটে শেষ হয়।

তবে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। শীর্ষ নেতাদের হঠাৎ এমন গোপনীয়তায় কৌতূহলের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে হাত দিয়ে না-সূচক ইশারা করে দ্রুত গুলশান কার্যালয় ত্যাগ করেন।

তবে শিগগিরই দলের পক্ষ থেকে কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে বলে গুলশান কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মো. শাজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।


বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর