২৮ এপ্রিল, ২০১৬ ২২:০৫

সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি

বর্তমানে সুন্দরবনে ১০৬টি বাঘ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বেদশম অধিবেশনের বৃহস্পতিবারের প্রশ্নোত্তর পর্বে বেগম পিনু খানের এক  প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, বিশ্ব ব্যাংকের সহায়তায় স্টেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রকেটশন প্রকল্পের আওতায় সুন্দরবনে সর্বশেষ বাঘ শুমারী (২০১৩-২০১৫), অনুসারে সুন্দরবনে বাঘের সংখ্যা মোট ১০৬ টি। আবার ২০১৫ সালের জানুয়ারী হতে বর্তমান সময় পর্যন্ত কোন বাঘ লোকালয়ে প্রবেশ করে গ্রামবাসী অথবা দস্যুদের হাতে নিহত হয়নি। সুন্দরবন এলাকাতেই কম বেশী বাঘের বিচরণ পরিলক্ষিত হয় বিধায় আলাদা করে বাঘের অভয়ারণ্য এবং বাঘ প্রজনন কেন্দ্র ঘোষণা করার কোন পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী।

বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর