১ মে, ২০১৬ ১২:১২

নার্সদের দাবি মেনে নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

নার্সদের দাবি মেনে নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সংগৃহীত

এক মাস ধরে আন্দোলনরত নার্সদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার। রবিবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা আক্তার এ তথ্যের সত্যের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই আমাদের নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।’

এর আগে, গত ২৮ মার্চ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬১৬ জন স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিজ্ঞপ্তি দেয়। তারপর থেকেই নার্সরা আন্দোলনে নামেন। তাদের এই অন্দোলনে বেশ কয়েকজন নার্স অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর