শিরোনাম
১ মে, ২০১৬ ১২:৫৪

হত্যা-জঙ্গিবাদ রুখতে শ্রমিকদের আহ্বান নৌমন্ত্রীর

অনলাইন ডেস্ক

হত্যা-জঙ্গিবাদ রুখতে শ্রমিকদের আহ্বান নৌমন্ত্রীর

ফাইল ছবি

হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান রুখতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না।

মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ এই কর্মসূচির আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক যেসব হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখা যাচ্ছে, তা রুখতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

“যখন দেশের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।”

বর্তমান সরকারকে ‘শ্রমিকদের সরকার’ অভিহিত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এ সরকারই দেশের উন্নয়ন অব্যাহত রেখে শ্রমিকদের বেতন দুইবার বৃদ্ধি করেছে।

সমাবেশ শেষে স্টেডিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জিপিও ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর