২ মে, ২০১৬ ১১:৪৯

শিক্ষক রেজাউল হত্যার বিচার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

অনলাইন ডেস্ক

শিক্ষক রেজাউল হত্যার বিচার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। আজ  সোমবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। তা চলবে দুপুর ১টা পর্যন্ত ।

গত ২৩ এপ্রিল রাজশাহী শহরের শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তদের হাতে খুন হন রেজাউল করিম সিদ্দিকী।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের ডাক দেয়। এরই অংশ হিসেবে আজ এ কর্মবিরতি পালিত হচ্ছে।

শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'অধ্যাপক রেজাউল হত্যার ঘটনার পর শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।'

তিনি অভিযোগ করে বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষককে হত্যা করা হয়েছে। একটা ঘটনারও কিন্তু সুষ্ঠুভাবে বিচার আমরা দেখতে পাইনি।'

বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর