২ মে, ২০১৬ ১২:০৮

মানবতাবিরোধী মামলায় কিশোরগঞ্জের ৫ আসামির রায় মঙ্গলবার

অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী মামলায় কিশোরগঞ্জের ৫ আসামির রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

এর আগে, প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১১ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে আদালত।

মামলার পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া বাকি সবাই পলাতক। ওই চারজন হলেন- শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।

ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর