৩ মে, ২০১৬ ১৭:৫৭

টেকনাফ স্থলবন্দরে রাজস্ব আদায় কমেছে

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার):

টেকনাফ স্থলবন্দরে রাজস্ব আদায় কমেছে

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে কমে গেছে রাজস্ব আদায়। ৭ কোটি ৫০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে গত এপ্রিল মাসে রাজস্ব এসেছে ৫ কোটি ৫৯ লাখ টাকা। মিয়ানমার থেকে পন্য আমদানি কম হওয়ায় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুল্ক বিভাগ সূত্র জানায়, ২০১৫-'১৬ অর্থ বছরের এপ্রিল মাসে ১৫৮টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ১৭৬ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ৭ কোটি ৫০ লাখ টাকার মাসিক লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অপরদিকে ৩৬টি বিল অব এক্সর্পোটের মাধ্যমে মিয়ানমারে ২ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৩৫৬ টাকার মালামাল রপ্তানি করা হয়েছে। অন্যান্য মাসের তুলনায় এ মাসে রপ্তানিও কিছুটা কম হয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা নু-চ-প্রু মার্মা জানান, গত এপ্রিল মাসে মিয়ানমার থেকে পন্য আমদানি কম হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে। তবে মিয়ানমারে দেশীয় পন্য রপ্তানি অনেকটা স্বাভাবিক রয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর