৫ মে, ২০১৬ ০৮:১৫

নিজামীর রিভিউয়ের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

নিজামীর রিভিউয়ের রায় আজ

ফাইল ছবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপরে আজ বৃহস্পতিবার রায় দেবেন আদালত। এ উপলক্ষে আজ সবার দৃষ্টি থাকবে উচ্চ আদালতে। চূড়ান্তভাবে কী ঘটবে যুদ্ধাপরাধী নিজামীর ভাগ্যে? দণ্ড বহাল থাকবে, নাকি কমবে অথবা খালাস? আজ এর ফয়সালা করবেন আপিল বিভাগ। রায় বহাল থাকলে আসামি সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

নিজামীকে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। রিভিউয়ের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে গত মঙ্গলবার আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। সেই অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২৯ মার্চ মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন নিজামী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে গত ৬ জানুয়ারি ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ।

বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর