৫ মে, ২০১৬ ১২:৩২

চুরি যাওয়া রিজার্ভের আরও ৫৩ লাখ ডলার ফেরত

অনলাইন ডেস্ক

চুরি যাওয়া রিজার্ভের আরও ৫৩ লাখ ডলার ফেরত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের আরও ৫৩ লাখ ডলার ফেরত দিয়েছেন ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং।

 
গতকাল বুধবার চতুর্থ কিস্তিতে এ অর্থ সে দেশের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে (এএমএলসি) ফেরত দিয়েছেন তিনি।

এর আগে প্রথম কিস্তিতে ৪৬ লাখ মার্কিন ডলার, দ্বিতীয় কিস্তিতে ৮ লাখ ৫ হাজার ৫৮৮ ডলার ও তৃতীয় কিস্তিতে ৪২ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। ওই টাকার ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার মাধ্যমে কিম অং ও তার কোম্পানি ইস্টার্ন হাওয়াই লেজার লিমিটেডে স্থানান্তরিত হয়।

যদিও ব্যবসায়ী কিম বলেন, ওই টাকা যে চুরি হওয়া টাকা ছিল তা তিনি জানতেন না।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর