৫ মে, ২০১৬ ১২:৪৬

রায়ে শহীদদের আত্মা শান্তি পেল: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

রায়ে শহীদদের আত্মা শান্তি পেল: আইনমন্ত্রী

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সর্বোচ্চ আদালত বহাল রাখায় শহীদদের আত্মা একটু হলেও শান্তি পেয়েছে বলে মনে করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ নিজামীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন।

আইনমন্ত্রী বলেন, সাড়ে চার দশক আগে এই অপরাধীরা (যুদ্ধাপরাধী) অপরাধ করেছিল। অপরাধ করেও তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তারা মনে করেছিল, সেই অন্যায়ের আর কোনোদিন বিচার হবে না। এই ভ্রান্ত ধারণা ঠিকই ভুল প্রমাণিত হয়েছে।

আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য বিশেষত ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচনে অঙ্গীকার করেছিলেন বলেই, আজ এই বিচার সম্পন্ন হচ্ছে। শত প্রতিকূলতা আর বাধা অতিক্রম করে একের পর এক রায় বাস্তবায়ন করা হচ্ছে। এটি জাতির জন্য বিশেষ অর্জন, যা বিশ্ববাসীর কাছেও অনুপ্রেরণার দৃষ্টান্ত।

বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর