২৪ মে, ২০১৬ ১৫:৫৭

'সাদা পোশাকে গ্রেফতারে পরিচয়পত্র দেখাতে হবে'

অনলাইন ডেস্ক


'সাদা পোশাকে গ্রেফতারে পরিচয়পত্র দেখাতে হবে'

। ফাইল ছবি

সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয়পত্র দেখানো উচিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সংবিধানের ৫৪ ও ১৬৭ ধারা নিয়ে আপিল বিভাগের রায়ের পর মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাদা পোশাকে নিজেদের পরিচয় না দিয়ে পৃথিবীর কোথাও এভাবে গ্রেফতার করা হয় না। এখন দেখা যায়, শত্রুতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম করে কাউকে গায়েব করে ফেলছে। আশা করি, এটা এখন বন্ধ হবে।’

এসময় নিজেদের পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করতে যাওয়া ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নয় বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, ‘এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আপিল বিভাগ যে সমস্ত নির্দেশনা দেবেন, তার আলোকে আশা করি সরকার পদক্ষেপ নেবে।’


বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর