২৪ মে, ২০১৬ ২৩:৩৩

সারাদেশে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

মঙ্গলবার (২৪ মে) সারাদেশে বজ্রপাতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। গাজীপুর, যশোর, বরিশাল, ময়মনসিংহ ও গাইবান্ধা জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশে থাকা দুটি গরু ঘরে আনতে গেলে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। বজ্রপাতে তার গরু দুটিও মারা যায়। নিহত আফাজ উদ্দিন (৬৫) তালতলী গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের রুমা বেগম (২৩) নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন। তার স্বজনরা জানান, বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা মেয়েকে খুঁজতে গেলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে কেশবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। নিহত রুমা বেগম কাস্তা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

বরিশালে বজ্রপাতে তাওশিন সিকদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নগরীর নবগ্রাম এলাকার সিকদার পাড়ায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওশিন সিকদার ওই এলাকার মনির সিকদারের ছেলে এবং নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

এদিকে, জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নতুরচর ভূতেরদিয়া গ্রামে সাইদুর রহমান হাওলাদার (৩২) বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষিজীবী এবং ওই গ্রামের গনি হাওলাদারের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এই ঘটনায় আহত হয়েছেন দ্বীন ইসলাম (২৭) ও সেনাবাহিনীর সদস্য এনামুল হক (৩০)। গুরুতর অবস্থায় এনামুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে জোবায়ের নামে ৮ম শ্রেণির এক ছাত্র মারা গেছে। এ সময় আহত ফরহাদ নামে অপর এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জোবায়ের বেগুনবাড়ি ইউনিয়নের রুপাখালী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে শেফালী খাতুন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শেফালী ওই ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের আলকাছ আলীর মেয়ে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতের শিকার হন শেফালী।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর