২৫ মে, ২০১৬ ১২:৪৩

'সবাইকে মাধ্যমিক শিক্ষা অর্জন করতে হবে'

অনলাইন ডেস্ক

'সবাইকে মাধ্যমিক শিক্ষা অর্জন করতে হবে'

ফাইল ছবি

দেশের শতভাগ মানুষকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অর্জনের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক্ষেত্রে যারা পিছিয়ে পড়বে তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সকলে মিলে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।

বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

অর্থমন্ত্রী আরও বলেন, শিক্ষাই হলো জাতির উন্নয়নের মূলমন্ত্র। এটি বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। সুযোগ পেলেই শিক্ষার প্রসারে কাজ করতে হবে। বর্তমানে সে সুযোগও রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্র। দেশের চলমান ধারা অব্যাহত থাকলে কয়েক বছর পর আমরাও সে জায়গায় পৌঁছাতে পারব।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার সবচেয়ে বেশি মনোযোগী। প্রধানমন্ত্রী চান দেশের মানুষ শিক্ষিত হোক। সেটি করা গেলে দেশে আর কোনো সমস্যা থাকবে না। প্রধানমন্ত্রী চান স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। বর্তমানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে। কয়েক বছর পর সেটি কেটে যাবে।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা প্রযুক্তিগত জ্ঞানে এগিয়ে যেতে চাই এবং সে লক্ষ্যে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষায় ইতিমধ্যে বিপ্লব সৃষ্টি হয়েছে। আগামী ৬-৭ বছরের মধ্যে সে জায়গায়ও সমতা অর্জন করতে পারব।’

বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর