২৮ মে, ২০১৬ ১৮:২০

বিমানবন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস জাপানের

অনলাইন ডেস্ক

বিমানবন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস জাপানের

দেশে আন্তর্জাতিক মানের নতুন বিমানবন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শিনঝো আবে এ আশ্বাস দেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় জাপানের নাগোয়ায় মারিওট অ্যাসোসিয়া হোটেলে শেখ হাসিনার সঙ্গে শিনঝো আবের বৈঠকটি হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী টোকিওর মান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন

তারা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় নতুন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর‘ নির্মাণে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলে সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন জাপানি প্রধানমন্ত্রী।

বিডি-প্রতিদিন/ ২৮ মে ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর