২৯ মে, ২০১৬ ১২:৫৭

জাপানকে তরুণ জনশক্তি নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাপানকে তরুণ জনশক্তি নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

জাপানকে বাংলাদেশের তরুণ জনশক্তি নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিল্প উৎপাদন খাতে নতুন সম্ভাবনা এবং বিপুল জনশক্তির কথা জাপানি ব্যবসায়ীদের সামনে তুলে ধরে বিনিয়োগের আহবানও জানিয়েছেন তিনি। খবর: বিডি নিউজ

রোববার টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহবান জানান। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দরজা আপনাদের জন্য খোলা। আমি চাই আমাদের জাপানি বন্ধুরা বাংলাদেশে আসবেন, তরুণ কর্মীবাহিনী এবং অন্যান্য সুযোগসুবিধাগুলো কাজে লাগাবেন।'  

বাংলাদেশে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে শেখ হাসিনা আরো বলেন, জাপানি নাগরিক এবং তাদের স্থাপনায় সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশনা দেয়া হয়েছে। 

বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং জাপানের আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা জেইটিআরও এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

বিডি প্রতিদিন/ ২৯  মে ২০১৬/ হিমেল-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর