৩০ মে, ২০১৬ ২১:২৩

মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী

কন্যা সন্তানের বাবা হওয়ার আনন্দে আজ সোমবার মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। বাবা হওয়ায় আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রীকে সবাই অভিনন্দন জানান।

বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রেলমন্ত্রীর কাছে জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ''এটা আপনার জন্য রেখে দিয়েছি।'' প্রধানমন্ত্রী তখন বলেন, নাম রাখার দায়িত্বটা বাবা-মায়ের।

গত ২৮ মে বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।

২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মন্ত্রীর স্ত্রী হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর