৩১ মে, ২০১৬ ১০:৩৬

সিম চালু রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

অনলাইন ডেস্ক

সিম চালু রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। ফলে রাত ১২টার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্নিবন্ধিত না হওয়া সকল সিম বন্ধ হয়ে যাবে।

এদিকে সিম বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারে এই আবেদন করা হয়।

সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক এ আবেদন করেছেন বলে তিনি জানিয়েছেন। ব্যারিস্টার অনিক বলেন, মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরও বলেন, ৩১ মে’র পর অনিবন্ধিত সিম সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সরকার। তাই সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করেছি। আপিল দায়ের ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন জানিয়েছি।

 

বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-০৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর