Bangladesh Pratidin

প্রকাশ : ২ জুন, ২০১৬ ১৮:১০
আপডেট : ২ জুন, ২০১৬ ১৮:১০
গণমাধ্যম কর্মীদের সঙ্গে সময় কাটালেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
গণমাধ্যম কর্মীদের সঙ্গে সময় কাটালেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে বিকাল সাড়ে ৪টার দিকে লাউঞ্জে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে স্বভাবসুলভ হাস্যরসে মেতে উঠেন।  

এর আগে সংসদ ভবনের ছয় তলায় অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির বক্সে বসে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি।

সেখান থেকে সংসদ ভবনে নিজের চেম্বারে ফেরার সময় ঢোকেন সাংবাদিক লাউঞ্জে। প্রটোকলের মধ্যেই চেয়ারে বসে প্রায় ১০ মিনিট উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।  

এ সময় লাউঞ্জে সাংবাদিকদের কাজ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কিনা সে বিষয়েও খোঁজ নেন রাষ্ট্রপতি।  

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যেই সাংবাদিক লাউঞ্জে যেতেন আবদুল হামিদ। আর রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।

বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow