Bangladesh Pratidin

প্রকাশ : ৩ জুন, ২০১৬ ০৮:২১
আপডেট : ৩ জুন, ২০১৬ ০৯:৩১
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২৫
অনলাইন ডেস্ক
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২৫

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
 
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। শুক্রবার (৩ জুন) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক উক্ত স্থানে পৌঁছালে দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫জন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow