Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২১ জুন, ২০১৬ ১৩:৪৯
মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই
অনলাইন ডেস্ক
মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন।

এর আগে, সকালে মীর কাসেম আলীর আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য দ্রুত দিন ধার্য করতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মীর কাসেমের আইনজীবীরা গত ১৯ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন জমা দেন। ৮৬ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে তারা মীর কাসেমকে ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি চেয়ে রিভিউ আবেদনটি দাখিল করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ ট্রাইব্যুনালে মীর কাশম আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ তাকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখেন।

বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow