২৬ জুন, ২০১৬ ০৯:৫০

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার ৪ জুলাইয়ের টিকেট প্রত্যাশীদের ভিড়ে উপচে পড়ছে রেলস্টেশন।

বর্ধিত সময়ানুযায়ী আগামীকাল সোমবার ২৭ জুন শেষ দিন বিক্রি হবে ৫ জুলাইয়ের রেলের টিকিট। এর আগে, আজ রবিবার ৫ জুলাইয়ের টিকিট বিক্রির কথা থাকলেও 'সোনারবাংলা এক্সপ্রেসের' উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার টিকিট বিক্রি বন্ধ ছিল। একারণেই একদিন টিকিট বিক্রির সময় আরও একদিন বাড়ানো হয়েছে।    

ভোরে রেল স্টেশনে গিয়ে দেখা যায়, রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। অনেকে গত রাত থেকে টিকিটের জন্য অবস্থান নিলেও সেহরীর পর থেকেই রেল স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। তবে ভিড় থাকলেও সুষ্ঠুভাবে শুরু হয়েছে টিকিট প্রদান।

কমলাপুর কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে আজ টিকিটের বিশেষ চাহিদা ও জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তৎপর রয়েছে।

বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর