শিরোনাম
২৬ জুন, ২০১৬ ১৩:৩২

৪ জুলাই ব্যাংক বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

৪ জুলাই ব্যাংক বন্ধ থাকবে

ঈদুল ফিতর উপলক্ষে পবিত্র শবে কদরের পর দিন আগামী ৪ জুলাই সোমবার দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে।

রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনওয়ারুল ইসলাম।

তবে শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া সুবিধার্থে ২ ও ৩ জুলাই ওইসব এলাকায় ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংকও ৪ জুলাই ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
 
বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর