Bangladesh Pratidin

প্রকাশ : ২৭ জুন, ২০১৬ ১১:১৭
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১১:২১
সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য
অনলাইন ডেস্ক
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংসদে জানিয়েছেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার ৬৯৮ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৬০৩টি প্রধান শিক্ষকের পদ এবং ৪৪ হাজার ৯৫টি সহকারী শিক্ষকের পদ।

সংসদের বাজেট অধিবেশনে সোমবার আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পটুয়াখালী-৩) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুয়ায়ী, প্রধান শিক্ষকের শূন্য পদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রযেছে ৮ হাজার ৩৪৮টি এবং জাতীয়করণকৃত প্রাথমিকে রয়েছে ২৩ হাজার ১৮টি প্রধান শিক্ষকের পদ। এছাড়া সরকারী শিক্ষকের ৪৪ হাজার ৯৫টি শূন্য পদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৬৬৯টি এবং জাতীয়করণকৃত প্রাথমিকে ২০ হাজার ৪২৬টি।

এ সময় মন্ত্রী আরও জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে পিএসসির চেক লিস্ট অনুযায়ী ৬৪ জেলায় শিক্ষকের গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলছে। এছাড়া পিএসসির মাধ্যমে ৫০ শতাংশ প্রধান শিক্ষককের সরাসরি নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়েছে।

বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow