২৮ জুন, ২০১৬ ১০:৪১

রাষ্ট্রপতির কাছে চার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতির কাছে চার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে চার দেশের রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার পৃথকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে চেক প্রজাতন্ত্র, মালি, মোঙ্গলিয়া ও পর্তুগালের রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, পরিচয়পত্র পেশকারীরা হলেন- চেক প্রজাতন্ত্রের মিলান হোভোর্ক, মালির নিয়ানকোরো জিয়াহ্ সামাকে, মোঙ্গলিয়ার গনচিং গানবোল্ড ও পর্তুগালের জেয়াও দা কামারা। 

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তারা বাংলাদেশও ওইসব দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি দূতদের অবাধে বাংলাদেশ সফরের পরামর্শ দেন।

এছাড়া রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ক্রম উন্নতির প্রেক্ষাপটে তাদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোরও পরামর্শ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক অব্যবহৃত ক্ষেত্র রয়েছে। ওইসব ক্ষেত্রে যথাযথ অনুসন্ধান চালালে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।’ বৈঠকে এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-০৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর