Bangladesh Pratidin

প্রকাশ : ২৯ জুন, ২০১৬ ১১:২৬
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১১:৪০
সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিস সেবা শুরু
অনলাইন ডেস্ক
সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিস সেবা শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার সকাল থেকে সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিসের সেবা শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের(বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে আজ (বুধবার) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। প্রয়োজনে সার্ভিসটি বর্ধিত করা হবে।

সদরঘাট নদীবন্দর সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিসির নিয়মিত সার্ভিস-এর পাশাপাশি ঢাকা-চাঁদপুর- বরিশাল-খুলনা নৌরুটে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রাবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি রয়েছে।

বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow