২৯ জুন, ২০১৬ ১৪:০৫

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট: টিআইবি

অনলাইন ডেস্ক

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট: টিআইবি

দেশের বিভিন্ন সেবা খাতের মধ্যে পাসপোর্ট বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ খাতটিতে ৭৭ শতাংশ দুর্নীতি হয়ে থাকে। এছাড়া ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। 

আজ দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে এসব চিত্র তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০১৫’ শিরোনামে টিআইব এসব তথ্য দেয়। 

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্থ সেবা খাত হলো পাসপোর্ট। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আইনশৃংখলা বাহিনী। এখাতে ৭৪ দশমিক ৬ শতাংশ দুর্নীতি হয়।’

এরপর আছে শিক্ষা, বিআরটিএ, ভুমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ ১৬টি সেবা প্রতিষ্ঠান। এগুলোতে মোট ৬৭ দশমিক ৮ শতাংশ দুর্নীতির শিকার হয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, পাসপোর্ট খাতে ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। আইনশৃংখলা রক্ষাকারী সংস্থায় ঘুষের হার ৬৫ দশমিক ৯ শতাংশ। এরপর ঘুষের দিক থেকে আছে শিক্ষা ও বিআরটিএ। এভাবে মোট ১৬ টি খাতের ঘুষের হার ৫৮ দশমিক ১ শতাংশ। 
  
প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ আট হাজার ৮২২ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ৩.৭ শতাংশ।

অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ। 


বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৬/হিমেল-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর