Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৫:৩৬
আপডেট :
শনিবার সরকারি অফিস খোলা
অনলাইন ডেস্ক
শনিবার সরকারি অফিস খোলা

ঈদে দীর্ঘ ছুটির কারণে আগামী শনিবার সরকারি অফিস খোলা থাকবে। গতকাল বুধবার এক তথ্যবিররণীতে একথা জানানো হয়।

ঈদের আগে সরকার নির্বাহী আদেশে ৪ জুলাইকে ছুটি ঘোষণা করে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দেয়।

প্রসঙ্গত, এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। মাঝে শুধু ৪ জুলাই অফিস খোলা ছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।

ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবী। ঈদের ছুটির পর প্রথম অফিস করেন তারা ১০ জুলাই রবিবার।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow