Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৫ জুলাই, ২০১৬ ২২:০৩
আপডেট :
রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও ইটালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনটিলনি সিলভেরির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গোলিয়ার উলানবাটরে শুক্রবার এগারোতম আসেম সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশগ্রহণের ফাঁকে তিনি এ বৈঠক করেন।

পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

দুই নেতা বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের সফল অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার এবং প্রয়োজনীয় টেকনিক্যাল ও অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

ইটালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্বস্থ করে বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবেলা করবে।

এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সন্ত্রাস নির্মূলে সরকার ও কমিউনিটি পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

গুলশানে সন্ত্রাসী হামলার পরিস্থিতি মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ইটালিয়ান মন্ত্রী।

শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান যোগদান ছাড়াও এশিয়া ও ইউরোপের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার।

বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow