Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুলাই, ২০১৬ ২৩:৩৪
আপডেট :
'গণপরিবহনের সংরক্ষিত সিটে অন্য কাউকে বসানো যাবে না'
নিজস্ব প্রতিবেদক
'গণপরিবহনের সংরক্ষিত সিটে অন্য কাউকে বসানো যাবে না'

গণপরিবহনে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে অন্য কাউকে বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'সড়ক পরিবহন আইন ২০১৬'- তে এ ধরনের বিধান যুক্ত হচ্ছে। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে এই পর্ব অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগরীর প্রতিটি মিনিবাসে ৬টি ও বড় বাসে ৯টি আসন মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে। সংরক্ষিত এসব আসনে অন্য কোনও যাত্রীকে বসানো যাবে না বা বসার অনুমতি দেওয়া যবে না। এজন্য প্রণয়নাধীন ‘সড়ক পরিবহন আইন ২০১৬’ তে একটি উপধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঢাকা মহানগরীতে বর্তমানে মিনিবাসের পরিবর্তে বড় বাস চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মহানগরীতে মিনিবাস ও অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow