Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জুলাই, ২০১৬ ২২:৪৪
আপডেট :
গুলশান হামলার জড়িত সন্দেহে নারী আটক!
অনলাইন ডেস্ক
গুলশান হামলার জড়িত সন্দেহে নারী আটক!
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে তাকে আটক করা হয়। নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, গোয়েন্দা পুলিশের একটি টিম রুমা নামে একজনকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। তবে তাকে জেলা পুলিশ ধরেনি, গোয়েন্দা পুলিশ ধরেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের ভারপ্রাপ্ত ডিসি সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কাউকে আটক করা হয়নি।

তবে একটি সূত্র জানিয়েছে, সিসি ফুটেজের সঙ্গে মিল থাকার কারণে ওই নারীকে আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow