২৫ জুলাই, ২০১৬ ০৮:৪৬

লাথি-চড় মারা সেই সার্জেন্ট ক্লোজড

অনলাইন ডেস্ক

লাথি-চড় মারা সেই সার্জেন্ট ক্লোজড

রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে রাস্তায় এক গাড়ি চালককে বেধড়ক মারধর ও ঘুষ নেওয়ার অভিযোগে সার্জেন্ট মেহেদী ইউসুফকে প্রত্যাহার করেছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (দক্ষিণ) এই ট্রাফিক সার্জেন্ট লাথি-চড় মেরেই ক্ষান্ত হননি বরং তিনি নিরীহ ওই চালকের কাছ থেকে হাতিয়ে নেন ১০ হাজার টাকা। ভুল স্থানে গাড়ি পার্কিং করার অপরাধে ঐ চালকের বিরুদ্ধে এমন কঠোর হন সার্জেন্ট ইউসুফ। পুলিশের নিষ্ঠুরতার ওই ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়। এরপরই তাকে প্রত্যাহার করে নিল ডিএমপি।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান জানান, এ ঘটনায় একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই সার্জেন্টকে ক্লোজড করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

এদিকে রাজধানীর ধানমণ্ডি-৪ এলাকার কেএফসির সামনে চালককে মারধরের ওই দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। দেখুন সেই ভিডিও-

 


বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৬/হিমেল-০২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর