২৫ জুলাই, ২০১৬ ০৯:৫৫

তিস্তার পানি বিপদসীমার উপরে, বিপাকে ২৫ হাজার মানুষ

নীলফামারী প্রতিনিধি:

তিস্তার পানি বিপদসীমার উপরে, বিপাকে ২৫ হাজার মানুষ

নীলফামারীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দিকবিদিক ছুটাছুটি করছেন বন্যা কবলিতরা।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় তিস্তা নদীর পানি বিপাদসীমা অতিক্রম করার পর থেকে নদী গর্ভে বিলিন হওয়ায় বানভাসীরাও আশ্রয় নিচ্ছেন উচু স্থানে। খাদ্য, বিশুদ্ধ পানি আর জনস্বাস্থ্য হুমকীর মুখে পড়ায় বিপাকে পড়েছেন বন্যা কবলিত প্রায় ২৫ হাজার মানুষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে ৫০০ প্যাকেট শুকনো খাবার, ত্রাণের চাল ১০৩ মেট্রিক টন, নগদ টাকা চার লাখ ৩৫ হাজার ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর