২৫ জুলাই, ২০১৬ ২০:০০

নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করলো র‌্যাব

সারা দেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ তালিকায় ৬৮ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। 

সোমবার সন্ধ্যায় র‌্যাবের ফেসবুক পেজে হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২০ জুলাই ২০১৬ তারিখে র‍্যাবের ফেইসবুক পেইজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়। দেশব্যাপি র‍্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়। র‍্যাব কর্তৃক এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। 

এই তালিকা প্রকাশের পর কোন ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা উক্ত তালিকার বাহিরে যদি কারো কাছে কোন নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

হালনাগাদ তালিকা:https://drive.google.com/file/d/0B-URJ9fCf0TbdGNrcVBkMktReDg/view?pref=2&pli=1

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর