২৮ জুলাই, ২০১৬ ১৩:৫৫

জাতিসংঘ মিশনে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী

অনলাইন ডেস্ক

জাতিসংঘ মিশনে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী

ফাইল ছবি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য এই দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়।

মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দেন। সচিব হিসেবে অবসর নেওয়ার পর ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নিলে তাকে জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও একই পদে নিয়োগ পান তিনি।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর