২ আগস্ট, ২০১৬ ১৩:২০

জাইকা প্রেসিডেন্টের ঢাকা সফর স্থগিত

অনলাইন ডেস্ক

জাইকা প্রেসিডেন্টের ঢাকা সফর স্থগিত

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিটোওকার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। ঢাকাস্থ জাপান দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৬ আগস্ট তার ঢাকায় আসার কথা ছিল। তার সফরসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের কথা ছিল। 

সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। পরিস্থিতির উন্নতি হলে জাইকা প্রেসিডেন্ট ঢাকা আসবেন। এদিকে ঢাকায় থাকা জাপান দূতাবাসের কূটনীতিক ও স্টাফদের গ্রীষ্মকালীন ছুটি ২ দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩১ জুলাই ছুটি শেষ হলেও তা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

উল্লেখ্য, গুলশানে হলি আর্টিজান এ জঙ্গি হামলার ঘটনায় জাপানের সাতজন নাগরিক নিহত হওয়ার পর থেকেই জাপান কর্তৃপক্ষ তাদের অফিস ও কর্মীদের নিরাপত্তা বাড়াতে সরকারের কাছে আবেদন করে। 


বিডি প্রতিদিন/০২ আগষ্ট ২০১৬/হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর