২৩ আগস্ট, ২০১৬ ২১:০২

কেঁদে ফেললেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

কেঁদে ফেললেন মির্জা ফখরুল

ফাইল ছবি

দলীয় নেতাকর্মীদের বর্তমান অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'আমার দেশ পড়তে চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই দাবি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

রাজধানীর ফার্ম গেইটের কাছের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, 'প্রতিদিন গাড়িতে আসি, যানজটে গাড়ি থামলে দেখি সব ইয়াং ছেলে-পেলে ছুটে আসে। বলে স্যার আমিতো বিএনপি করতাম লক্ষীপুরে। এতো মামলার ভারে পালিয়ে চলে এসেছি ঢাকায়, এখন এখানে হকারি করেছি।'

'রিকসা চালায় আমাদের ছেলেরা'- একথা বলার সময় তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল এ সময় বলেন, 'আবেগ ধরে রাখতে পারছি না। আমাদের দলের ছেলেদের এরকম করুন অবস্থা।'

তিনি বলেন, 'আমরা যারা রাজনীতি করি, তারা ধরেই নিয়েছি শেষ জীবনে হয়ত জেলেই কাটাতে হবে। যতগুলো মামলা আছে, সেই মামলায় যদি ৫/১০ বছর করে জেল হয়, তাহলে ২৫০/২৬০ বছর সাজা হবে।'

বিএনপি সমর্থিত 'এসোসিয়েশন অব ইঞ্জিসিয়ার্স বাংলাদেশ' এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমীন গাজি। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর