২৫ আগস্ট, ২০১৬ ১৬:৩৮

'জাতীয় স্বার্থে সুন্দরবন রক্ষা করা দায়িত্ব'

অনলাইন ডেস্ক

'জাতীয় স্বার্থে সুন্দরবন রক্ষা করা দায়িত্ব'

ফাইল ছবি

জাতীয় স্বার্থের কথা চিন্তা করে সুন্দরবন রক্ষা করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

ড. এমাজউদ্দিন আরও বলেন, ‘ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) একটি দুর্নীতি পরায়ণ কোম্পানি। রামপালে যে বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে, এনটিপিসি তারা তাদের নিজেদের দেশেই বাস্তবায়ন করতে পারতো। কিন্তু দুর্নীতির কারণে তারা সেখানে করতে পারেনি। বাংলাদেশের মানুষ সচেতন হলে এদেশও তাদের স্থান হতো না।’

আয়োজক সংগঠনের সভাপতি আকবার হোসেন ভূঁইয়া নান্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর