২৭ আগস্ট, ২০১৬ ১০:৫৮

গুলশান হামলার 'মাস্টারমাইন্ড' তামিমসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

গুলশান হামলার 'মাস্টারমাইন্ড' তামিমসহ নিহত ৩

গুলশান হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তামিম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এ সময় আরও দু'জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় আজ শনিবার জঙ্গিবিরোধী অভিযানে এ ঘটনা ঘটে।
নিহত তামিম চৌধুরী 'নব‌্য জেএমবি'র শীর্ষ নেতা ও কানাডাপ্রবাসী পুরস্কার ঘোষিত জঙ্গি।

নারায়ণগঞ্জ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। জঙ্গি আস্তানা থেকে কমপক্ষে পাঁচটি গ্রেনেড নিক্ষেপ করে তারা।
কানাডাপ্রবাসী বাংলাদেশি তামিম গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তিনি বাংলাদেশে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

গুলশান হামলার পর বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই সূত্র ধরে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি ভবন ঘিরে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।

ভোর থেকে ঘিরে রাখার পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ভবনটির ভেতরে ঢুকতে চাইলে গোলাগুলি শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে থাকা তামিমসহ তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।  

গুলশান হামলার পর ‌ঢাকার কল‌্যাণপুরে এই ধরনের এক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছিলেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর