২৯ আগস্ট, ২০১৬ ১৯:৪০

'আগামী নির্বাচন নিয়ে জন কেরির সঙ্গে আলোচনা হয়েছে'

অনলাইন ডেস্ক

'আগামী নির্বাচন নিয়ে জন কেরির সঙ্গে আলোচনা হয়েছে'

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আশাবাদী, আমরাও (বিএনপি) আশাবাদী যে মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সোমবার আসা কেরির সঙ্গে বারিধারার যুক্তরাষ্ট্র দূতাবাস ভবনে গিয়ে দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।  

দলীয় চেয়ারপারসনের সঙ্গে এই বৈঠকে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বৈঠকে জন কেরির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

“বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী।”

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর