৩১ আগস্ট, ২০১৬ ২৩:১০

দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এতে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বুধবার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে বা কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/  ৩১ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর