২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২০

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

ফাইল ছবি

দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রবিবার বিকালে শুরু হয়েছে। দশ কার্যদিবসের এই শরৎকালীন অধিবেশন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। রবিবার বিকাল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

এর আগে, রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য সংসদকার্য উপদেষ্টা কমিটির সভায় দ্বাদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ সেপ্টেম্বর এ সংসদের অধিবেশন আহ্বান করেন।

প্রসঙ্গত, গত ১ জুন দশম জাতীয় সংসদের ১১তম (বাজেট) অধিবেশন শুরু হয় এবং শেষ হয় গত ২৭ জুলাই। অধিবেশনে গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন, যা গত ৩০ জুন এ বাজেট পাস হয়।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর