Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩১
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্পিকারের শোক
অনলাইন ডেস্ক
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার এক বাণীতে এ শোক প্রকাশ করেন তিনি।

স্পিকার বলেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত লেখক, কবি, নাট্যকার ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।

বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow