২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৯

শামসুল হকের নাগরিক স্মরণসভা শনিবার

অনলাইন ডেস্ক


শামসুল হকের নাগরিক স্মরণসভা শনিবার

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে আগামী শনিবার নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এদিকে, প্রথম নামাজে জানাজার পর শামসুল হকের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গনে নেওয়া হয়। এরপ বেলা ১১টা ৯ মিনিটে শেষ শ্রদ্ধা জানাতে লেখকের মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। এর পরই বেলা ১১টা ২৪ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত রয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশিষ্ট নাট্যজন রামেন্দ্র মজুমদার প্রমুখ।
 
এছাড়াও ফুল হাতে শহীদ মিনারের সামনে অপেক্ষা করছেন তার হাজারো ভক্ত-অনুরাগী। রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

জানা গেছে, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই সব্যসাচী এ লেখককে দাফন করা হবে।

বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর