Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৪
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শিক্ষাক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানা গেছে।

আজ বুধবার ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তার মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার।

এসময় দু’টি বন্ধুপ্রতীম দেশের মধ্যে এ বিষয়েএমওইউ স্বাক্ষরে ঐকমত্য হয়। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষার উন্নয়নে বিশেষ করে কারিগরি শিক্ষার আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

দেশের বিপুল জনগোষ্ঠীকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় আলোকিত জনসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ইউএই সরকার বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেয়ায় ইউএই’র রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি।

ইউএই’র রাষ্ট্রদূত বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। রাষ্ট্রদূত তাঁর দেশে কর্মরত বাংলাদেশিদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠারও প্রশংসা করেন।

বিডি প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow