২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৮

'সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না'

অনলাইন ডেস্ক

'সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তান থেকে কেউ আসছে কিনা এ বিষয়ে কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে। পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। যে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। তাদেরকে কেউ দাওয়াত করেনি, করবেও না।’  

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘আমন্ত্রণের কাজ চলছে। অতিথিরা দাওয়াতপত্র গ্রহণ করে আসা কনফার্ম করলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো।’

অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, কর্নেল (অব.) ফারুক খান, আমিনুল ইসলাম আমিন, শাহরিয়ার আলম, নাজমুল হাসান পাপন প্রমুখ।

বিডি প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর